RE: তিতাসের ঐতিহ্য (নৌকা বাইচ ২০২২)

avatar

You are viewing a single comment's thread:

নৌকাবাইচগুলো খুব চমকপ্রদ বিনোদন দেই, এটি আমাদের সত্যিই এক মনোমুগ্ধকর ঐতিহ্যের সাক্ষী, নদীবিধৌত অঞ্চলে মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা, নৌকা দিয়ে মানুষ পারাপার, তাদের গলায় কত নদীর টানে সুর করা গান ভাওয়াইয়া, ভাটিয়ালী, এখনো সংস্কৃতির এক অপূর্ব দিক হয়ে আছে।

দিনটি সত্যিই ভালো ছিল, তিতাস নদী, খুব সুন্দর দেখতে 👍।।



0
0
0.000
1 comments
avatar

হ্যাঁ, ভাই। তাদের ভাওয়াইয়া, ভাটিয়ালি গান মনের মধ্যে অজান্তেই জোস তুলতে বাধ্য। এক এক করে বিচিত্র রঙের নৌকাগুলো জড়ো হচ্ছিল, প্রতিটি নৌকায় দুজন করে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাতে করতাল নিয়ে বাইঠার তালে তালে তা বাজিয়ে মাঝিদের উৎসাহ দিচ্ছিলো সামনের পানে যাওয়ার।

আর প্রতিটি নৌকায় ৬০ জন করে মাঝি, সে তালে তালে এগিয়ে যাচ্ছিলো সামনের দিকে। আর এই প্রথম তাদের গলা ছেড়ে গান গাওয়ার দৃশ্য আমি নদীর পাড় থেকে অনুভব করলাম যা সত্যই মনোমুগ্ধকর ছিল আমার কাছে। আর সমমিলিয়ে দিনটাও চমৎকার, প্রথমবার নৌকা বাইচ দেখার স্মৃতি হিসেবে মনে রাখার মতোই একটি দিন কাটিয়েছিলাম।

0
0
0.000