ফুলের ফটোগ্রাফি, পর্ব- ১।
Hello Everyone,,,
আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের লেখায় আমি কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো, আশা করি, আপনাদের ভালো লাগবে -
ফুলের মতো পবিত্র আর সৌন্দর্য আর কিছুতে নেই। সবাই ফুলের সৌন্দর্য নিজের করে নিতে চায় তবে আদৌও সেটা সম্ভব নয়। অন্যের সৌন্দর্যকে সবাই হিংসা করে, ফুলকেও হয়ত অন্যরা হিংসা করে।
তবে তাতে ফুলের সৌন্দর্যে ভাঁটা পড়ে না। আমাদেরও ফুলের মতো হওয়া উচিত, অন্য কেউ আমাদের যতই হিংসা করুক, ক্ষতি করার চেষ্টা করুক না কেন আমাদের লক্ষ্য থেকে সরে আসা উচিত নয়।
আমি ফুলের ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি, যদিও প্রোফেশনাল ফটোগ্রাফার নই আমি আর না খুব বেশি ভালো ফটোগ্রাফি করতে পারি।
তবে ঐ যে বললাম অন্যের সমালোচনায় কান না দিয়ে আমি চেষ্টা করি ফটোগ্রাফি করার আর নিজের শখ পূরণ করার। আর তাই তো ফুলের সৌন্দর্যকে নিজের করে নিতে না পরলেও নিজের ফটোগ্রাফির মাধ্যমে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করি।
কত শত ফুল রয়েছে আমাদের চারপাশে তার সব গুলো হয়ত আমাদের অজানা। ফুল নিজের সাথে সাথে আমাদেরকেও কিন্তু সাজিয়ে তোলে। ফুল হলো ভালোবাসার প্রতীক, তবে কাছের মানুষের প্রতি আমাদের ভালোবাসা প্রথম অবস্থায় মুকুল থেকে ফুটে ওঠা ফুলের মতো থাকলেও কিছু দিন পর সেটা শুকিয়ে যাওয়া ফুলের মতো হয়ে যায়, এর কারন আমার অজানা!