দন্তরাজ গাছের উপকারিতা:-
" বিসমিল্লাহির রাহমানির রাহিম "
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই মহান সৃষ্টিকর্তা দয়ায় ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কালকে বিকাল এর আমি একটি গাছের ফটো তুলেছি আর এই গাছ এর কি কি উপকারিতা তা আপনাদের জানানোর চেষ্টা করবো।আর আমি কাল কের বিকালে মেঘের ও কিছু ফটো তুলেছি যা আপনাদের দেখাবো।
বন্ধুরা শুরুতে বলি আজকে আমি যে গাছটি নিয়ে কথা বলবো সেটির উপকারিতা অনেক । তার ভিতরে অন্যতম উপকার হলো যাদের দাঁতে অনেক বেথা তাদের এই গাছটি কে চেনা অনেক জরুলি। আর ও এই গাছটি উপকারিতা মধ্যে রয়েছে দাঁত থেকে রক্ত পড়া দাঁতের মারি বেথা এই সব এর জন্য এই গাছ টি অনেক ভুমিকা রাখেন। আমাদের সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করেছেন তা আমাদের কোন না কোনও কাজে লাগেই। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আমাদের বেঁচে থাকার জন্য জরুরি। তাই আমাদের সব কিছুর যত্ন নেওয়া উচিত।
গাছটি সাধারণত রাস্তার পাশে দেখা যায়। যা অযত্নে বড় হতে থাকে।আর তাই আমি বাজারে যাওয়ার সময় এই গাছটি রাস্তার পাশে দেখতে পেয়েছি। এই গাছ গুলো আমাদের এত উপকার করে, আমরা তার পরে ও কিছুই করি না তাদের জন্য।
মেঘ এর ফটো তুলেছি কারন কালকে আমি বাজারে গিয়েছিলাম ঔষধ কিনার জন্য... তার পরে আমি ঔষধ নিয়ে বাসায় আসার পথে মেঘ এর ছোটাছুটি দেখে এত ভালো লাগে যে আমি ফটো না তুলে আসতে মনে চায় না । আর তাই আমি আমার ফোন টা বের করে মেঘের কিছু ফটো তুললাম। আর সেখানে বসে আমার কাছে ফটো গুলো তেমন ভালো লাগে না ! তার পরে আমি বাসায় এসে ফটো গুলো কে একটু দেখি আর বাসায় এসে দেখি যে ফটো গুলো অনেক সুন্দর হয়েছে । তাই আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে চিন্তা করে ফেলি। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে আমি পোস্ট লেখা শুরু করি। আর আমার 30 মিনিট এর মধ্যে পোস্ট টি ও রেডি হয়ে যায়।
এই ভাবে আমি কালকে দিনে মেঘ ও উপকারী গাছের ফটো তুলেছি।
বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে। আর পোস্ট টি তে কোন ভুল হলে কমেন্ট করে জানাবেন আমি ঠিক করে নিবো ।
0
0
0.000
0 comments