লাল জবা ফুলের কিছু ফটোগ্রাফি।

avatar

🤗হ্যালো

[Photography Lovers]

সকল বন্ধুরা 🤗

কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবাই সুস্থ এবং ভাল থাকুন এটাই কামনা। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব জবা ফুলের খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি। জবা ফুলের সঙ্গে আপনারা অনেকেই হয়তো আগের থেকেই পরিচিত। আজকে আমি সে জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে জবা ফুলের ফটোগ্রাফি গুলো। আমাদের বাড়ির পাশে ছোট একটি নার্সারি রয়েছে। মাঝে মাঝে আমরা সেই নার্সারিতে হাঁটতে যাই। গতকাল আমরা নার্সারিতে হাটতে গেলাম। এরপর এই জবা ফুলটি আমার কাছে দেখতে বেশ ভালো লাগলো। এরপর কিছু ফটোগ্রাফি করে নিলাম। জবা ফুলের মধ্যে বিভিন্ন কালারের জবা ফুল রয়েছে। তার মধ্যে অন্যতম সৌন্দর্য হচ্ছে লাল জবা ফুলটি। লাল জবা ফুলটি দেখতে অনেক সুন্দর। জবা ফুলের ভিতর কোলিটি দেখতে একটু বেশি সুন্দর লাগে আমার কাছে।

11.jpg

12.jpg

13.jpg

14.jpg

15.jpg

16.jpg

🕯️ বিবরণ🕯️

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাrealme7i
পোস্ট তৈরি@sadia7
লোকেশনবাংলাদেশ

Camera : realme7i
photo by @sadia7

সবাই খুব ভালো এবং সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত।
💖ধন্যবাদ সবাইকে 💖



0
0
0.000
0 comments