শীতের শেষ? নাকি শুরু?

শীতকালে প্রকৃতি এক অদ্ভুত সৌন্দর্য্যে নিজেক সাজিয়ে রাখে। অবশ্য অরতিটা ঋতুরই আলাদা আলাদা সৌন্দর্য্য আছে। তবে শীতকালের শেষে ও বসন্ত কালের শুরুর দিকের সৌন্দর্য্যের সাথে আর কিছুর তুলনা চলে না। তার উপর আবার গত দুই দিন ধরে চলছে শৈত্য প্রবাহে। ঘন কুয়াশায় গ্রামের চারপাশ আচ্ছাদৃত হয়ে আছে। মনে হচ্ছে যেন পুরো প্রকৃতি কুয়াশার চাদর পরে আছে।

বিকেলের দিকে গ্রামের ভেতর কিছুক্ষণ হাঁটাহাটি করে সময় কাটিয়েছি। প্রতিদিন রাতে ব্যাডমিন্টন খেলার কারণে এমনিতেই পায়ে প্রচন্ড ব্যাথা। ঠিক মতো হাঁটতেও পারছি না। আজ রাতে অবশ্য খেলতে পারি নি এই ব্যাথার কারণে।
সে যায় হোক, বিকেলের দিকে বাইরে হাঁটতে খারাপ লাগছিল না। সূর্যটা তখন সবেমাত্র ডুবতে বসেছিল। শীতের বিকেলে অদ্ভুত এক রঙের আভা চারদিকে ছড়িয়ে পড়েছিল। গাছের পাতাগুলোও ঝড়তে শুরু করে দিয়েছে৷ বসন্তের আগমনী বার্তা হয়তো আর কিছুদিনের মাঝেই প্রকৃতিতে ভেসে বেড়াবে৷ তার আগ পর্যন্ত শীতের রাজত্ব চলতেই থাকবে।

অনেক দিন ধরে লেখালেখি করা হচ্ছে না। রাইটিং ব্লক চলছে হয়তো। যারা নিয়মিত লেখালেখি করে, তাদের জন্য এই সময়টা খুব খারাপ। কোনো কিছু লেখার ইচ্ছে থাকলেও মন মতো লেখার সুযোগ হয়ে উঠে না। এক লাইন লিখে তো ৩ লাইন ব্যাক স্পেস দিয়ে পেছনে চলে যেতে হয়। শব্দভান্ডার যেন খালি হয়ে গিয়েছে। নিজের মননতো শব্দ আর খুঁজেই পাওয়া যায় না।

গ্রামের দিকে বেশিদিন থাকা হবে না আর। গ্রামে কাটানো এই কয়েকদিন বেশ ভালই কেটেছে। বছর শেষে সবাই অনেকদিন পর আবারও একত্রিত হলাম। সবাই সবার মতো করে মিলেমিশে এই কয়েকটা দিন কাটিয়েছি। সত্যি বলতে কী, এত সুন্দর দিনগুলো কিভাবে কিভাবে যেন এত জলদি পার হয়ে গিয়েছে, টেরই পেলাম না।
পরিবারের সাথে কাটানো সময়গুলো ভালই হয়। কিন্তু এই সময়গুলো সবসময় থাকে না। হুটহাট করে আসে। আর এই সময়গুলো হুটহাট করে স্বল্প সময়ের জন্য আসে বলেই মনের মাঝে দাগ কেটে যায় সবসময়ের জন্য৷ আর আমরাও সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করি এই সময়গুলোর জন্য।

যায় হোক, সবকিছু মিলিয়ে বেশ ভালই কেটেছে এই দিনগুলো। ঢাকা ফিরে যাবো মনে হয় দুই একদিন পর। এরপর আবার আগের মতো গতানুগতিক জীবন। অফিস, বাসা, বাসা, অফিস। এর বাইরে আর সময় কাটানোর সময় কই?
Dear @reza-shamim,
Our previous proposal expired end of December and the Hivebuzz project is not funded anymore. May we ask you to review and support our new proposal (https://peakd.com/me/proposals/248)?
Thank you for your help!