সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আজকের দিনটা ভালো কাটুক, আনন্দে কাটুক এই প্রার্থনা করি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে আমার নতুন একটা পোষ্ট শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে আমার একটা নতুন ড্রইং শেয়ার করব।
কিছু কথা না বললেই নয়। আমি ড্রইং করি সপ্তম শ্রেণিতে থাকা কালীন সময় থেকে।।তারপর থেকে ভালো লাগা আর ইচ্ছায় মাঝে মাঝেই রঙ পেন্সিল নিয়ে বসে যায় আঁকিবুঁকি করতে। মাধ্যমিক বিদ্যালয়ে থাকতে তিন বছর কোনো রকম ড্রইং শিখছিলাম। তারই হাতে খুড়ি নিয়ে এখন মাঝে মধ্যে কিছু ছবি আকায় এবং আপনাদের মাঝে শেয়ার করি। যদিও আমার অংকনের দক্ষতা ততোটা ভালো না। শুধু চেষ্টটা করি মাত্র। ভালো লাগে ছবি আকতে সেটা যেমনই হোক না কেন। নতুন কিছু আঁকতে আর সৃজনশীল হতে বেশ ভালো লাগে। আমি মূলত যখন বাড়ীতে থাকি, তখন ছবিগুলো অংকন করে থাকি। মেসে থাকলে পড়াশুনা আর পরিবেশের কারণে অংকন করা হয়ে ওঠে না। চলুন এবার মূল ড্রইং এ চলে যাওয়া যাক।


প্যাস্টেল কালার দিয়ে চাঁদনী রাতে গাছের ডালে ঝুলে থাকা ল্যাম্পোষ্টের ছবি অংকন। |
- আসলে ছবি হলো মনের মধ্যে আমরা যে কল্পনা করি সেটাই অংকনের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। এটা বাস্তবের সাথে কখন মিলতে পারে আবার কখনও নাও মিলতে পারে। তবে সৃজনশীল চিন্তার প্রকাশ অবশ্যই ঘটবে সেটা ছোট পরিষর বা বড় পরিষরে হোক। আজকের ছবিতে একটা দেওয়ালের পিছনে একটা গাছ দেখতে পাবেন। সেই গাছের ডালেই ঝুলে থাকবে কতগুলো লাইটের মতো। আপনারা যেমনটা অনুষ্ঠানে লাইটিং করে থাকেন, ঠিক তদ্রূপ। আকাশে কিছু তারা ও চাদের ঝলমল আলো দেখতে পাবেন। এভাবেই আমি আমার সৃজনশীল চিন্তা দিয়ে ছবিটা সাজানোর চেষ্টটা করেছি। চলুন ড্রইং শুরু করা যাক।

১. ড্রইং পেপার।
২. প্যাস্টেল কালার রঙ
৩. পেন্সিল ৬ বি।
৪. রাবার।
৬. কাটার।
৭. কারেকশন কলম।

প্রথমে আমি আমার সকল ড্রইং এর উপকরণগুলো এক সাথে পাশে নিয়ে নিলাম। যাতে অংকন শুরু করার পর কোনো জিনিজ খুজতে না হয়।
এবার আমি পেন্সিল দিয়ে প্রথমে পেপারের বেশ কিছুটা নিচের দিকে একটা লম্বা আড়াআড়িভাবে দাগ দিয়ে নিলাম। এরপর দাগের উপরের দিকে দুই পাশে গাঢ় আকাশি বা নীল কালার দিয়ে বেশ কিছুটা অংশ কালার করে নিলাম। চিত্রে দেখানো ছবির মতো।
এবার আকাশের বাকি কালারটুকু হালকা নীল রঙ দিয়ে করে নিলাম। এবার নিচের দিকে কাঠ কালারের গাঢ় অংশটা বেশ কিছুটা জায়গা জুরে ব্যবহার করলাম। তারপর বাকি অংশ একটু হালকা কাঠ বা বাদামি কালার ব্যবহার করে রঙ করলাম।

এবার একটা ৬বি পেন্সিল নিয়ে নিলাম। তারপর আকাশের অংশে হালকা করে গাছের ডালপালা এবং ল্যাম্প পোস্ট গুলো অংকন করে নিলাম। তারপর একই পেন্সিল দিয়ে গাছের ডালপালাগুলো গাছ কালো করে দিলাম।
এবার নিচের দেওয়ালের অংশটা পেন্সিল দিয়ে ইটের গাথুনির মতো ডিজাইন করে দিলাম। এবং একটা কারেকশন কলম ব্যবহার করে আকাশের চাদ ও লাইটগুলোর মধ্যে আলোর মতো উজ্জ্বল করার চেষ্টটা করলাম।
এবার কারেকশন কলম দিয়ে আকাশের বাকি জায়গাগুলো ★ তারা দিয়ে দিলাম। যাতে আকাশটা দেখতে ভালো লাগে।




এভাবে আজকে আমার ড্রইংটা শেষ করলাম। চেষ্টা করেছি সৃজনশীল মনের ভাবগুলো রঙ পেন্সিলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টটা করেছি।আশা করি আমার প্রত্যেকটা ধাপ আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
Very attractive your drawing of that night scene, very well achieved with the use of pastel colors. Too bad we can't translate your original Bengali text. Greetings, @rasel72.
Thank you so much for your support.