Beautifully Sunset Photography....

avatar

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি । আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন ফটোগ্রাফি পোষ্ট নিয়ে৷ আজকে আমি সূর্য অস্ত যাওয়ার কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করব। চলুন শুরু করি-

সময়ের সাথে সাথে যেমন সব কিছু পাল্টাতে থাকে। ঠিক তেমনই সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপটাকে পাল্টাতে থাকে। প্রতিটা সেকেন্ড যেন প্রকৃতি নতুন রূপ লাভ করে। যার রূপে পাগল হয়ে যায় পুরো বিশ্ব। প্রকৃতির এই অপরূপ রূপ উপভোগ করতে ছুটে যায় প্রকৃতি প্রিয় মানুষগুলো। কিছুটা সময় আনন্দ উল্লাসে কাটানোর জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বিশেষ করে শীত মৌসুমে ভ্রমণ পিপাসু মানুষের খোজ বেশি পাওয়া যায়। শুধু যে দূরে কোথায় বিখ্যাত জায়গায় গেলেই প্রকৃতির রূপ উপভোগ করা যায় এমনটা নয়। আপনে চাইলে আপনার বাড়ীর পাশে থাকা সবুজ গাছ পালা নদী থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুজে পেতে পারেন।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzmnmeUGMsBV93s1hSvq118NZEzScV6ZpKeTXAmAbgPCZTiXVzGnyX3fyQNa2BEEQkorchhGT9ajLXujxi.jpeg

1000001430.jpg

1000001435.jpg

1000001434.jpg

1000001438.jpg

1000001439.jpg

সকালের সূর্য উদয়, থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়ার সুন্দর মুহূর্ত যা সব সময়ই আমাদের মনকে কেড়ে নেয়। এ সময় যেন সূর্য তার সমস্ত রঙ টুকু আকাশের বুকে ঢেলে। পুরো আকাশ যেন নানা রঙে রঙিন হয়ে যায়। হলুদের আভা যেন পুরো জায়গা টাকে এক নতুন মাত্রার যোগান দেন। ডিমের ভিতরের হলুদ কুসুমের মতো লাগে সূর্যটাকে। প্রকৃতির কি নিদারুণ কারু কাজ। যা কোনো মানুষের দ্বারা সম্ভব না। সূর্যের এই অপরূপ সৌন্দর্য যখন কোনো পানির উপর এসে পরে তখন যেন এটা আরও দ্বিগুন সৌন্দর্য ধারণ করে।

কয়েক দিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম, নীলফামারী জেলাতে অবস্থিত নীলসাগর পর্যটন কেন্দ্রে ঘুরতে সেখানে গিয়েই মূলত এই সুন্দর ছবিগুলো তুলেছিলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

ধন্যবাদ সবাইকে।

CommunityCCH.
CategoryPhotography
DeviceSamsung Galaxy A05
LocationNilphamari, Bangladesh
Captured by@rasel72.


0
0
0.000
0 comments