Flower photography...

avatar

হ‍্যালো বন্ধুরা। সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরো একটি নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আমার শখের ফুলের ফটোগ্রাফি নিয়ে আলোচনা করবো। চলুন শুরু --- ----

inbound121116628392415291.jpg

আজ রোজ রবিবার। বাংলাদেশ ধানের দেশ, কবির দেশ, নদীর দেশ, সুরের দেশ, ফুলের দেশ এই আমাদের বাংলাদেশ।
বাংলাদেশের মাঠি এমনি উর্বর যে মাঠিতে আপনি যাই চাষ বা রোপন করবেন তাই সুন্দর ভাবে ফলন দিবে। ফুলকে পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া খুবই কঠিন ব‍্যাপার। আর কেউ যদি ফুলকে অপছন্দ করে থাকে তাহলে সেই ব‍্যাক্তি আমার মতে হ্নদয়হীন ব‍্যাক্তি। ফুলকে সৌন্দর্যের প্রতীক বলা হয়ে থাকে। আবার আমরা এই ফুলকে আমরা বিভিন্ন কাজেও ব‍্যবহার থাকি। এই ফুলের ব‍্যবহার বলে কখনও শেষ করা যাবে না। যেমন বিভিন্ন অনুষ্ঠানে ফুল ব‍্যাবহার করা হয়। এমনকি বিশেষ অথিতি কে সংবর্ধনা জানানোর জন্যেও ব‍্যাবহার করা হয়ে থাকে।

inbound7357809620905553035.jpg

আরো বিভিন্ন কাজে ব‍্যবহার করা হয়ে থাকে। এখন বর্তমানে ফুল বাণিজ্যিক ভাবেও চাষ করা হচ্ছে। তাই এই ফুল বাণিজ্যিক ভাবে চাষ করার ফলে অনেক বৈদেশিক মুদ‍্রাও অর্জন করতে সক্ষম হয়েছে। আরেকটি কথা না বললেও না সেটা হলো বর্তমানের জুব সমাজ চাকরির পিছনে না ঘুরেও উদ‍‍্যোক্তা হওয়া সম্ভব। এমনি ফুল চাষ করেও উদ‍্যোক্তা হওয়া সম্ভব। আজকে দুপুরে ঘুম থেকে উঠার পর কিছুই ভালো লাগতেছিল না। এজন্য ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। এরপর চলে আসলাম নার্সারিতে ফুলের বাগান দেখতে। নার্সাতি গেলে অনেক ভালো লাগে। কারণ হলো ওখানে ভিন্ন ভিন্ন রকমের ফুলের গাছ সহ আরো অনেক প্রজাতির গাছ ও দেখা যায়। তাই আমি আমার কিছু ফুলের ছবি তুললাম। আজকের মতো এখানেই শেষ করলাম।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরো একটি নতুন পোষ্ট নিয়ে।

ধন্যবাদ 💖😍💖😍



0
0
0.000
0 comments