some of my photography...

avatar

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।


হ্যালো আমার প্রিয় বন্ধুরা।
আমি @rasel72. #বাংলাদেশ থেকে।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzh9BPbUxCWn42i4Ka7AzrLFFZrPVv9dMabaKmY55WFwJ5YMEiHsJvkAXwczVpb9h4m3XhdL8MEicXMgi2.jpeg

1000007353.jpg

এখন আমি আপনাদের সাথে আমার নিজের তোলা তিনটা ফটোগ্রাফি শেয়ার করব,এবং এর পিছনের গল্পগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টটা করব।

1000007353.jpg

20241211_163423.jpg

প্রথম যে ছবিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা একটা নদীর তীরে বাধা নৌকার ছবি। আপনারা যারা নদীর তীরে বাস করেন, বা যারা কখনও না কখনও শীত মৌসুমে নদীর তীরে ঘুরতে গিয়েছেন, তখন দেখে থাকবেন, পানি যখন অল্প পরিমাণ থাকে, তখন নদীর তীর ঘেসে সারি সারি ছোট মাছ ধরা নৌকা বাধা থাকে। দেখতে অনেক সুন্দর লাগে। নৌকার পিছনে আমার জীবনের একটা বড় গল্প রয়েছে, তার সারসংক্ষেপ আমি নিম্নে তুলে ধরার চেষ্টটা করছি-

  • আমার বাড়ী একেবারে নদীর পাশে। তাই জন্মের পর থেকেই নৌকায় যাতায়াত করতে হয়েছে। নদীতে কোনো ব্রীজ ছিল না। আমি আমার হাই স্কুল জীবন পর্যন্ত নৌকায় নদী পার হয়ে ক্লাস করলাম, পড়তে যেতাম। যখন কলেজে ভর্তি হলাম এবং শহরে মেসে থাকা শুরু করলাম তখন নদীতে ব্রীজ নির্মাণের কাজ শুরু হলো। বলতে গেলে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় অনেক কষ্টে নৌকায় প্রতিদিন নদী পার হয়ে নিজের পড়াশুনাটা চালিয়েছি। যা আমার জীবনের একটা স্মৃতি হিসেবে থাকবে। বর্তমান সময়ের ছেলে এখন শখ করে নৌকা ভ্রমণ করে, কিন্তু আমার এমন একটা সময় গিয়েছ আমি দিনে ৪/৫ বারও নৌকা পার হয়েছি।

1000007353.jpg

20241212_140601.jpg

এবার চলুন আমার দ্বিতীয় ছবিতে যাওয়া যাক। এটা হলো আমাদের বাড়ীর একটা ছাগল। যখন বেধে দেওয়া পাতার ডাল খাচ্ছিল তখন আমি ছবিটা তুলেছিলাম। এটা একটা খাসি ছাগল। আকিকার জন্য রাখা হয়েছে। এর পিছনেও অনেক গল্প আছে। যার কিছু আপনাদের সাথে নিম্নে বলার চেষ্টটা করতেছি-

  • আমি ছোট বেলা থেকে নিজের খরচ নিজে চালানোর চেষ্টটা করি। মানে হাই স্কুল থেকেই। আমি সপ্তম শ্রেণিতে থাকা অবস্থায় থেকে ছোট ছাত্রদের পড়াতাম। আমার প্রথম উপার্জনের টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। যেই ছাগল থেকে পরবর্তীতে আমার অনেকগুলো ছাগল হয় এবং আমি সেগুলো বিক্রি করে একটা গরু কিনি। এভাবেই আমার খরচ নিজে চালানো শুরু করি।

1000007353.jpg

20241213_195520.jpg

এবার চলে আসি তৃতীয় ছবিতে। এটা একটু বিনোদন মূলক। এটা হলো ঝালমুড়ি খাওয়ার সময় চামচের উপর মুড়ি নিয়ে ছবিটা তুলেছিলাম। আমার এমন সময় গিয়েছে প্রতিদিন ফাস্টফুড না খেলে ভালো লাগত না। কলেজ বা স্কুল থেকে বাড়ী আসার সময় বেশির ভাগ দিনই ঝালমুড়ি খেতাম। কিন্তু সময়ের সাথে সাথে সেটা কমে গিয়েছে। কারণ কিছু দিন আগে হঠাৎ পেটে সমস্যা হয়, গ্যাসের সমস্যা বেড়ে যাওয়ার পর থেকে ভাজা পোড়া, তেল জাতীয় খাবার বন্ধ করে দিয়েছি খুব কম খায়। তাও যখন লোভ সামলাতে পারি না বা বন্ধুদের সাথে থাকি তখন খায়।

1000007353.jpg

আমি চেষ্টটা করলাম আমার তোলা ছবি শেয়ার করতে এবং তার পিছনের ছোট্ট গল্পটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার লেখার মাঝে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।



0
0
0.000
0 comments