আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,সবাই কে জানাই আমার আন্তর থেকে ভালোবাসা ,আর সেই সাথে সবাই কে আমার নমস্কার।
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৭ নভেম্বর ১৯৯৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদদের স্মৃতিতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনার। এবং প্রতি বছরের ন্যয় এ বার ও পালন হচ্ছে,আমাদের এই অমর একুশে ফেব্রুয়ারি ২১|২|২০২৩ আমি কি তাহা ভুলিতে পারি।
পোষ্টটি পড়ে আমাকে উসাইতো দেওেয়ার জন্য আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর সেই সাথে সবার সুস্থতা কামনা করি ।
প্রিন্স সরকার ।