রক্ত দান :

avatar
(Edited)

হ‍্যালো আমার প্রিয় বন্ধুরা,সবাই কে জানাই আমার আন্তর থেকে ভালোবাসা ,আর সেই সাথে সবাই ক‍ে আমার নমস্কার।

সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ করছি তখন হঠাৎ করে এক দাদা ফোন দেয় কাজের জন্য প্রথম বার ফোন কল টি ধরতে পারি নি তার পর আবার ফোন দেয় তখন ফোন টা ধরি। ফোন ধরা মাত্র দাদা বলো রক্ত, আমি প্রথমে কিছু বুঝতে পারলাম না তার পর দাদা বলো রক্ত লাগবে আমি মজা করে বললাম কিসের রক্ত দাদা বলো মানুষের,তখন আমি বললাম কি পজিটিভ দাদা বলো (ও) পজিটিভ আমি বলাম দাদা (ও) পজিটিভ তো আমার রক্ত দাদা বলো তাহলে তো কোনো সমস্যা না তুমি দিতে পারবে,তো আমি এক কথায় বললাম ঠিক আছে দাদা আমি দিবো তখন দাদা বলো তাহলে ঠিক আছে আমি তোমায় সময় মতো ফোন দিবো।আমি বললাম যে ঠিক আছে দাদা। এর আগে আমি চার বার রক্ত দিচ্ছি। তার পর দাদা আবার ফোন দিল আর বলো যে ভাইডি তুমি তাহলে ঠিক চারটা ত্রিশ মিনিটে তৈরি থাকবা পাঁচটার সময় রক্ত দিতে হবে তখন আমি বললাম দাদা কোনো হাসপাতাল দাদা বলো যে রাশেদা মেমোরিয়াল হাসপাতাল। তখন আমি আবার বলাম দাদা ঠিক আছে। তার পর আমি বললাম যে দাদা আমায় পনারো মিনিট আগে ফোন দিয়েন আমি সময় মতো পৌছায় যাবো দাদা বলছে ঠিক আছে। তার পর আমি পাঁচটা ত্রিশে পৌছালাম রাশেদা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় ফোলরে সেখানে গিয়ে সেখানকার এক ডিউটি নার্স প্রথমে আমার রক্ত টা রুগীর রক্ত সাথে কোরাক্স ম্যাসিং করে নিলো।তার পর সেই ডিউটি নার্স টা এসে আমার শরীর থেকে ৪.৫০ মিলি মিটার রক্ত নিলেন। তার পর রুগী শরীরের আমার রক্ত টা দিলেন।আর সেই রুগীর টার অপারেশন টা ও হলো খুব সুন্দর ভাবে।আর আমি রক্ত দিয়ে রুগীর পরিবারের সবার সাথে কথা বলে আর রুগী কে দেখে বিদায় নিয়ে চলে আসলাম।
আর আমি এই ভাবে এক জন অসহায় রুগীর জীবন বাঁচালাম। আর এই টা ছিল আমার রক্ত দানের বিষয়ে। রক্ত দিন জীবন বাঁচান।
20230208_171353.jpg

20230208_170902.jpg

20230208_170820.jpg

20230208_172817.jpg

পোষ্টটি পড়ে আমাকে উসাইতো দেওেয়ার জন্য ,আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবং সেই সাথে সবার সুস্থতা কামনা করি।

সবাই ভালোবাসা নিও।
প্রিন্স সরকার।



0
0
0.000
3 comments