First Daily Blog-01 | 19 April 2025 - First Day on the University Campus after the long Eid Holiday

1000043613.jpg

Hello friends, this is my first daily blog to share in this community. I hope you are all well. I have decided that from now on I will regularly blog about various events that happened in my life in this community and share them with you. So let's start my new blog today.

1000043582.jpg

1000043580.jpg

After the long Eid holidays, I went to the university for the first time today to take a class. At first, I thought that maybe no one would come today, because no one comes to classes in the beginning after a long holiday. For this, I prepare from the night before. I woke up in the morning and got ready and left for the university. Since it had been raining for several days, the weather was very cold.

দীর্ঘ ঈদের ছুটির পর আজকে প্রথম ইউনিভার্সিটি তে গেলাম ক্লাস করার জন্য। প্রথমে ভেবেছিলাম যে, হয়তো আজকে কেউ আসবে না, কারণ দীর্ঘ ছুটির পর প্রথম দিকে কেউ ক্লাস করতে আসে না। এর জন্য আমি আগের দিন রাত থেকেই প্রস্তুতি নিয়ে রাখি। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে রওনা হই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। যেহেতু বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে সুতরাং আবহাওয়া ছিল অনেকটাই ঠান্ডা।

1000043589.jpg

Our first class was at 11 am. This class was taken by our beloved Bushra Anwar ma'am and the class was 'English Language Reading 2'. Ma'am was the first ma'am of our first semester, that is, she took our first class. Since I am a student of the fourth semester, so after that, we got three more courses from ma'am in a row. And ma'am helps us in many ways to solve various problems related to her courses.

আমাদের প্রথম ক্লাস ছিল সকাল ১১ টায়। এই ক্লাসটি নিয়ে থাকেন আমাদের সবার প্রিয় বুশ্রা আনোয়ার ম্যাম এবং ক্লাসটি হলো 'English Language Reading 2'। ম্যাম ছিলেন আমাদের প্রথম সেমিস্টারের প্রথম ম্যাম অর্থাৎ প্রথম ক্লাসটি তিনিই নিয়েছিলেন আমাদের। যেহেতু আমি চতুর্থ সেমিস্টারের একজন শিক্ষার্থী সুতরাং এরপর পরপর ম্যামের আরো এ পর্যন্ত তিনটি কোর্স পাই আমরা। আর ম্যাম আমাদের অনেকভাবেই সাহায্য করে থাকেন তার কোর্স বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানে।

1000043607.jpg

1000043591.jpg

After about 1 hour and 20 minutes of class, we were given our tiffin period at 12:20. And today a tea company named 'KAZI & KAZI Tea' came to our campus for a promotional campaign. So they are distributing free tea to all the university students and faculty members for free. So I went with some of my friends to test their tea.

প্রায় ১ ঘন্টা ২০ মিনিট ক্লাস করার পর, ১২:২০ মিনিটে আমাদের টিফিন পিরিয়ড দেওয়া হয়। আর আজকে আমাদের ক্যাম্পাসে 'KAZI & KAZI Tea' নামে একটি চায়ের কোম্পানি প্রমোশনাল ক্যাম্পেইনে আসে। তাই তারা ফ্রিতে সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারদের জন্য ফ্রী টেস্টিং অর্থাৎ বিনামূল্যে চা বিতরণ করতেছে। তাই আমি আমার কয়েকজন বন্ধু মিলে তাদের চা টেস্ট করতে চলে যায়।

1000043601.jpg

1000043602.jpg

Our next class will start at 1 pm. The class that we are taking is Mahfuzur Rahman sir and the name of the course is 'Romantic Literature'. After about 2 hours of class, we left for home. Today, not many students were seen in the university, because classes have started again after a long time. Today, the campus was very nice and the weather was also very nice.

আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে দুপুর ১ টায়। যেই ক্লাসটি নিয়ে থাকেন আমাদের মাহফুজুর রহমান স্যার এবং কোর্সের নাম হলো 'Romantic Literature'। যেটি প্রায় 2 ঘণ্টা ক্লাস হওয়ার পর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। আজকে বিশ্ববিদ্যালয়ে খুব বেশি শিক্ষার্থীদের দেখা যায়নি, কারণ দীর্ঘজীটির পর নতুন করে ক্লাস শুরু হয়েছে। আজকে ক্যাম্পাস অনেক বেশি ভালো লেগেছে এবং আবহাওয়াও ছিল অনেকটা সুন্দর।

So friends, this was a small blog from my campus today. Since this is my first shared blog, I could not write it very neatly. I hope I can share it with you in a more beautiful way later. I hope you liked the blog. Thank you very much for reading my blog.

1000043590.jpg



0
0
0.000
0 comments