🌸 ফুলের গল্প: আমার ক্যামেরায় ধরা পড়া রঙিন মুহূর্তগুলো 🌼Flower Stories: Colorful Moments Captured on My Camera.[BG/EG]
সবাইকে নমস্কার,
আশা করি সকলে ভালো আছেন আমিও ভাল আছি। আজ প্রথমবারের মতো বিডি কমিউনিটিতে পোস্ট করছি।পোস্টটি হল বিভিন্ন রঙের ফুল নিয়ে ফটোগ্রাফি।লেখা ও ছবি তুলেছি আমি নিজে। আমি বরাবরই ফুলের প্রতি একটা আলাদা দুর্বলতা অনুভব করি। রঙিন পাপড়িগুলোর ভেতর যে এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে থাকে, সেটা আমি প্রতিদিনই খুঁজে ফিরি। তাই হঠাৎ একদিন ক্যামেরা হাতে নিয়ে বাগানে ঘুরতে বের হলাম। আজকে শেয়ার করছি সেই ছোট্ট সফরের কিছু রঙিন মুহূর্ত।
সবচেয়ে আগে যার কথা বলতেই হয়, সেটা হলো লাল গোলাপ। এমন নরম আর গাঢ় রঙের গোলাপ খুব বেশি চোখে পড়ে না। গোলাপের পাপড়ির প্রতিটি ভাঁজে আমি ভালোবাসা, কোমলতা আর সৌন্দর্যের নিঃশব্দ ভাষা খুঁজে পাই।
এরপর যে ফুলটা আমাকে একদম মুগ্ধ করে দিলো, সেটা হলো লাল-সাদা রঙের অ্যামারিলিস। প্রকৃতির এক বিস্ময় যেন।এর গঠন আর রঙের সংমিশ্রণ এমন মনোমুগ্ধকর ছিল যে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই ওটার দিকে তাকিয়ে ছিলাম। সত্যি বললে, ক্যামেরা সেটা পুরোপুরি ধরতে পারেনি।
আমার সংগ্রহে ছিল দুটি ভিন্ন রঙের জবা ফুল একটি উজ্জ্বল হলুদ আরেকটি হালকা ক্রিম রঙের। হলুদ জবাটা দেখে প্রথমেই মনে হলো যেন সূর্যটা নিজেই মাটিতে নেমে এসেছে। আর হালকা রঙের জবাটা এতটা সূক্ষ্ম আর শান্ত, যেন চোখের আরাম। প্রকৃতির এই বৈচিত্র্য আমাকে বারবার বিস্মিত করে।
বউগেনভিলিয়া ফুলের কথা না বললে একদমই চলে না। এই ফুলটা আমার অনেক দিনের চেনা, কিন্তু এবার নতুন করে প্রেমে পড়লাম। গোলাপি বর্ণের এই ফুলগুলো গাছের ডালে ডালে এমনভাবে ফুটে ছিল যে মনে হচ্ছিল কেউ যেন ছবির মতো সাজিয়ে রেখেছে।
এরপর আমি খুঁজে পেলাম এক ধরনের মিনি গোলাপ। গাছের একপাশে ছোট ছোট কিন্তু খুব সুন্দর এই গোলাপগুলো ফুটে ছিল। খুব সাধারণ কিন্তু ততটাই আকর্ষণীয় একদম চুপচাপ থেকে সৌন্দর্য ছড়ানো।
সবশেষে, একটি চমৎকার ডালিয়া ফুল। লাল আর সাদা রঙের এই ফুলটা যেন আমার ছবির সব রঙকে পূর্ণতা দিলো। ফুলটা এতটাই প্রাণবন্ত ছিল যে মনে হচ্ছিল যেন সৃষ্টিকর্তা নিজের হাতে পেইন্ট করে দিয়েছেন।
প্রকৃতির এই ছোট ছোট সৃষ্টি আমাদের ব্যস্ত জীবনের মাঝে একটু প্রশান্তি এনে দেয়। আমি কখনোই খুব প্রফেশনাল ফটোগ্রাফার ছিলাম না, তবে ফুলের সৌন্দর্য দেখে ছবি তোলার অনুপ্রেরণা পাই। এই ছবিগুলোও তোলা আমার মোবাইলেই, খুব সাধারণভাবে, কিন্তু প্রত্যেকটা ছবি আমার কাছে একেকটা গল্প বহন করে।
এই পোস্টের মাধ্যমে আমি শুধু আমার দেখা সুন্দর কিছু ফুল আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি না, বরং আমার মনের একটা নরম কোণও ছুঁয়ে দিচ্ছি। আশা করি, এই ছবিগুলো আপনাদের মনেও একটু রঙ ছড়িয়ে দেবে।
ধন্যবাদ বিডি কমিউনিটির সবাইকে!
আপনাদের ভালোবাসা আর উৎসাহ পেলে আরও অনেক সুন্দর কিছু শেয়ার করতে চাই ভবিষ্যতে। 🌸📸
ছবিগুলো এডিট করা হয়েছে ক্যানভা দিয়ে।
নাম :@naturaluttom
ছবি তোলা হয়েছে :এন্ড্রয়েড ফোন দিয়ে
ফোনের নাম :infinix hot 11s
(Translation:English)
Hello everyone,
I hope everyone is well and I am well too. Today I am posting for the first time in the BD community. The post is photography of flowers of different colors. I wrote and took the photos myself. I have always felt a special weakness for flowers. I find the strange tranquility hidden in the colorful petals every day. So suddenly one day I went out to walk in the garden with my camera in hand. Today I am sharing some colorful moments of that little trip.
The first thing that comes to mind is the red rose. Such a soft and dark-colored rose is not often seen. In every fold of a rose petal, I find the silent language of love, tenderness, and beauty.
The next flower that completely fascinated me was the red-and-white amaryllis. It was a wonder of nature. Its structure and combination of colors were so captivating that I stood there for a while staring at it. Honestly, the camera couldn't capture it completely.
I had two different colored japa flowers in my collection, one bright yellow and the other light cream. When I saw the yellow japa, it seemed as if the sun itself had descended to the ground. And the light-colored japa was so delicate and calm, like a comfort to the eyes. This diversity of nature amazes me again and again.
It is impossible not to mention the bougainvillea flower. I have known this flower for a long time, but this time I fell in love with it anew. These pink flowers were blooming on the branches of the tree in such a way that it seemed as if someone had arranged them like a picture.
Then I found a kind of mini rose. These small but very beautiful roses were blooming on one side of the tree. Very simple but equally attractive, spreading beauty from a very quiet place.
Finally, a beautiful dahlia flower. This red and white flower seemed to complete all the colors in my picture. The flower was so vibrant that it seemed as if the creator had painted it with his own hands.
These small creations of nature bring a little peace in our busy lives. I have never been a very professional photographer, but I get inspired to take pictures by seeing the beauty of flowers. These pictures were also taken on my mobile, very simply, but each picture carries a story to me.
Through this post, I am not only sharing with you some of the beautiful flowers I have seen, but also touching a soft corner of my heart. I hope that these pictures will spread a little color in your mind too.
Thank you to everyone in the BD community!
With your love and encouragement, I want to share more beautiful things in the future. 🌸📸
The pictures were edited with Canva.
Name: @naturaluttom
Photo taken: With Android phone
Phone name: infinix hot 11s