This strawberry fruit is full of sweet and sour flavors.

avatar

বিসমিল্লাহির রাহমানির রাহিম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সন্ধ্যা সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও এখন ভালো আছি এবং সুস্থ আছি। দুইদিন আগে শরীরটা একটু খারাপ ছিল গায়ে হালকা জ্বর ছিল এজন্য আপনাদের মাঝে এই দুইদিন কোন আর্টিকেল নিয়ে হাজির হয় নাই।

IMG_20250403_151101.jpg

যাই হোক আজকে আমি লিখতে বসেছি strawberry ফল খাওয়ার কিছু আনন্দময় মুহূর্ত যদিও প্রতিটি ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী তবে strawberry ফল যেহেতু সবসময় দেখা মেলে না তাই এটার খাওয়ার আনন্দই কোনরকম টক মিষ্টি স্বাদে ভরা এই ফল খেতে ভারি মজাদার।

IMG_20250403_151104.jpg

দুই দিন আগে আমার মামা ঘুরতে গিয়েছিল আর সেখান থেকেই এর ফলগুলো কিনে নিয়ে এসেছিল খুব সকালে ডিউটিতে এসে ফলগুলো খুব সুন্দর করে ধুয়ে প্লেটে রেখে দিয়েছে সবাইকে খাবারের জন্য আমার জন্য ৪ পিস রাখছে। ফলগুলো টকটকে লাল ছিল আর খেতে এত মজা লাগছিল সেটা আপনাদের বলে বোঝানো যাবে না।

strawberry ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এর ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি ফাইবার ও ম্যাগনেসিয়াম উপস্থিত রয়েছে। এছাড়াও এই ফলগুলো নিয়মিত খেলে আমাদের শরীরের ভিটামিন সি এর চাহিদা পূর্ণ হয় এছাড়াও হয় তুমি শক্তি বৃদ্ধি করে খাওয়ার রুচি বাড়ে।

IMG_20250403_151118.jpg

strawberry ফল বাংলাদেশে খুবই কম পাওয়া যায় মালয়েশিয়াতে অস্ট্রেলিয়া এবং ইউরোপ কান্ট্রি গুলোতেই এর ফল বেশি উৎপাদন হয় এই ফলগুলো দেখতে আকারে অনেক ছোট ছোট তবে পাকলে হলদে এবং লাল হয়ে ওঠে তবে কাঁচা অবস্থায় এগোলে দেখতে সবুজ।

তো বন্ধুরা এই ছিল strawberry নিয়ে লেখা আমার আজকের আর্টিকেল এবং এই ফল খাওয়ার অনুভূতি গুলো আপনাদের কাছে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।



0
0
0.000
0 comments