Some late afternoon photography

avatar

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে নতুন আরো একটা আর্টিকেল নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়বস্তু হলো পড়ন্ত বিকালে সুন্দর কিছু ফটোগ্রাফি।

পড়ন্ত বিকেলের রংধনুক ও আকাশের দিকে তাকালে মনে হয় যেন প্রাণ জুড়িয়ে আসে আকাশের নিরবতা মানুষের মনে আলাদা রকম পরিপূর্ণ সৃষ্টি করে আকাশের ভিন্নতা যেন মনে করিয়ে দেয় সৌন্দর্যের আরেক প্রতীক।

নিজে হাতে ছবি অঙ্কন করার মত আকাশের সিনারি গুলো দেখতে ভারী সুন্দর লাগে বিশাল আকাশের দিকে তাকালে মনে হয় যেন আমরা পৃথিবীর বুকে পিপলা মাত্র মহান রাব্বুল আলামিন নিখুঁতভাবে কতইনা সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছেন আর তার পাশাপাশি রয়েছে আকাশ মহাকাশ সমুদ্র সেগুলো তো আরো নিখুঁত।

যাইহোক বিকালে সাইকেলিং করতে গিয়ে মূলত ছবিগুলো কালেকশন করেছে আপনারা অনেকেই জানেন আমি মালয়েশিয়াতে থাকি এবং কাজের মধ্য দিয়ে বের হওয়ার হয় মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি হাটাহাটি মনের খুশিতেই করে থাকি বাইরে ঘুরতে বের হলে যেন মনে হয় আলাদা এক জগতে আমি খুঁজে পেয়েছি।

প্রতিটি মানুষের উচিত মাঝেমধ্যে একটু নিজেকে সময় দেওয়া যাতে করে সে ব্যস্ততার মাঝেও আনন্দ খুঁজে পাই। যাই হোক আজকের ছবিগুলো আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।



0
0
0.000
0 comments