Some beautiful moments of fish dying in modern ways
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে উপস্থাপনা করব মাছ মারতে যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত।
কাজের ব্যস্ততার কারণে আমরা অনেকেই নিজের শখ পালন করতে পারি না আমি নিজেও নিজের শখ বলতে কি রয়েছে সেটা অনেকটা হারাতে বসে ছিলাম তবে আজকে ছুটির দিন ছিল তাই ভাবলাম যে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য মাছ মারতে যাওয়া যাক যে ভাবনা সেই কাজ বাসা থেকে বের হয়ে মাছ মারতে গিয়েছি অবশ্য এটা আমার শখের বসেই মাছ ধরতে গিয়েছি মাছ পাব কিনা জানিনা তবে শখ বলে কথা।
যাইহোক বাসা থেকে সাইকেল চালিয়ে কিছুদূর পথ গেছে মাছ ধরার জন্য সেখানে গিয়ে দেখি আমার মত আরও অনেকে ই আগে থেকে এসে মাছ ধরছে বিশাল ফাঁকা একটি জায়গায় নদীর মতো হয়ে রয়েছে ছোট এই জলাশাই টি।
এই জলাশের প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ রয়েছে তবে আমি একটি মাছও ধরতে পারি নাই কেননা এখানে পানি অনেক কম তাই মাছ উপরে থেকেই সবকিছু দেখতে পাচ্ছে আমরা খুব ভালোভাবেই মাছগুলো দেখতে পাচ্ছিলাম মাছ আমাকে ও দেখতে পাচ্ছিল এজন্য বড়শিতে মাছ উঠছিল না ঘন্টাখানিক মত সেখানে সময় কাটায় তারপর আবারো বাসায় ফিরে আসে।
তো বন্ধুরা শখের বসে মাছ ধরতে যাওয়ার মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করছে জায়গাটি দেখতে তেমন সুন্দর তেমনি মনোমুগ্ধকর পরিবেশ তো আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।