Pumpkin flower photography
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজকে নতুন আরেকটি আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো চলুন দেখে নেয়া যাক।

উপরের টাইটেল দেখে বুঝতে পারছেন যে সাধারণ কোন ফুলের ছবি আপনাদের কাছে উপস্থাপনা করছি না এটি হল একটা সবজি ফুল অনেকে হয়তোবা এই ফুল টা দেখেছেন আবার অনেকেই দেখেন নাই শুরুতেই এই ফুলের নাম আপনাদের কাছে তুলে ধরে এ ফুলের নাম হল কুমড়া ফুল। কুমড়া ফুলে দুই ধরনের ফুল দেখা যায় একটা হল মেয়ে ফুল এবং আরেকটা হল মদ্দা ফুল। যে ফুলটাই কুমড়া ধরে মূলত সেটাকে বলা হয় মেয়ের ভুল।




যাই হোক চারপাশে সবুজ সমূহের মধ্য দিয়ে হলুদ বর্ণের এই ফুলটা দেখতে চমৎকার লাগছিল সকালবেলায় যখন আমি আমার কোম্পানিতে আসি তারপর একটু সাইডে ঘুরতে যাই তখনই মূলত এই ফুলের ছবি আমার চোখে পড়ে তখনই আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে কয়েকটি ছবি উঠিয়ে নিয়েছি।
কোনফুল অনেকেই আবার রান্না করে খেয়ে থাকেন এটা মূলত ডাউল দিয়ে বড়া তুললে খুবই ভালো লাগে তবে আমি আজকে কোন রান্নার রেসিপি শেয়ার করছি না তাই এটা আমি এখন শেয়ার করছিলাম শুধু মাত্র ফুল সম্পর্কেই উপস্থাপনা করার চেষ্টা করছি।


খালি চোখে আমাদের কাছে হয়তো অনেক কিছুই ভালো না লাগতেও পারে তবে আমরা যদি সেটাকে একটু ভিন্ন রূপে সাজাই তাহলে সেটা দেখতে আরো সুন্দর হয় যেমন আমি যখন ছবিগুলো তুলেছি তখন আমার নিজের মতো করেই তোলার চেষ্টা করেছি আর এই জন্যই ছবিগুলো এত সুন্দর ফুটে উঠেছে।
তো বন্ধুরা এই ছিল কুমড়া ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রতিশোধ করি আল্লাহ সুবহানাহু কবুল করুন।