Photography of pink rose flowers.
![]() |
---|
গোলাপ ফুলের বিভিন্ন রকম কালার হয়ে থাকে লাল ,সাদা, গোলাপি, হলুদ ইত্যাদি। ছবিতে দেখে মনে হচ্ছে যে এগুলো হয়তোবা হলুদ রঙের গোলাপ ফুল তবে এটা হল পিংক কালার।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
গোলাপ ফুলের পাপড়িগুলো খুব ভালো সাজানো থাকে এজন্য আরো বেশি সুন্দর লাগে গোলাপ ফুল প্রায় প্রতিটা মানুষই পছন্দ করে কেননা এর ফুল গুলো ঘ্রাণ খুবই সুন্দর হয় প্রেম করার প্রথম দিকে মানুষ এ ফুলগুলো দিয়েই একজন প্রেমিকাকে প্রপোজ করে এছাড়াও এই ফুল গুলো বিভিন্ন কাজে লেগে থাকে।
ঘর সাজানো থেকে শুরু করে বাড়ি সাজানো অথবা কোন বিয়ের অনুষ্ঠানেও গোলাপ ফুল থাকবেই এই ফুলগুলো যেন মানুষের হৃদয়ের সাথে মিশে আছে এর সুন্দর চেহারা এবং সুগন্ধের কারণে। আমার কাছে গোলাপ ফুলের পারফিউম খুবই ভালো লাগে যাইহোক এখন ফটোগ্রাফি সম্পর্কে কিছু কথা উল্লেখ করা যায়।
গতকালকে আনুমানিক ছয়টার দিকে আমি এই ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করি এর পরিচয় আমার বন্ধুর হাতে দেখি তারপর তার হাত থেকে নিয়ে আমার ফোনের ক্যামেরা দিয়েই কয়েকটি ছবি কোথায় ছবি উঠানোর সময় আমার বন্ধু বলছিল যে ছবি উঠানোর পর এটা কি কাজে লাগবে আমি তাকে বললাম আমার আর একটা ফ্যামিলি আছে সেখানে শেয়ার করব আমরা মূলত সেখানে বিভিন্ন রকম ফটোগ্রাফি এবং নিজেদের কথোপকথন শেয়ার করি।
আমি ফুলটা চেয়ারের উপরে রেখে ছবিগুলো ক্যাপশন করেছি যা দেখতে আরো সুন্দর লাগছে সে একটা রং ছিল নীল আর আমার ফুলের রং ছিল পিংক কালার সেই কারণে আরো বেশি সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।