Natal grass flowers.

avatar

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব ঘাসফুলের ফটোগ্রাফি।

Natal grass প্রকৃতির মাঝে এমন সুন্দর্য হয়তোবা অনেকেই উপভোগ করার সুযোগ পায় না তাই তো অবহেলায় বেড়ে ওঠা ঘাসফুলের অসম্ভব সুন্দর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111
Date02/07/2025

প্রকৃতির মাঝে এমন হাজারো সৌন্দর্য আমাদের চোখের সামনেই পড়ে তবে সেগুলো আমরা ক্যামেরাবন্দি করতে চাই না কেননা এগুলো তো সবসময় দেখা যায় না তবে আজ মনে হলো যে ছোট্ট ভিন্নভাবেই ছবিগুলো উঠায়।

এই ঘাসফুল কি আমি ভাতের উপরে নিয়ে তারপর আমার ফোনের ক্যামেরা দিয়েই ছবিগুলো খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছি। ঘাসটা যেখানে ছিল সেখানে ছবি উঠানোর মতো তেমন কোন পজিশন পাচ্ছিলাম না তাই মূলত ঘাস কি হাতের উপর নিয়ে ছবিগুলো উঠিয়েছি।

আমার কোম্পানির পাশে থেকে এই Natal grass ছবিটি উঠিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘাসফুল মানুষের কোন পছন্দের ফুল নয় তবে এগুলো দেখতে ভারী সুন্দর লাগে যখন অনেকগুলো একসাথে ফোটে।

একটি ঘাসফুল থেকে অনেকগুলো বীজ উৎপাদন হয় সেগুলো মাটিতে পড়ে পুনরায় আবারো গাছ হয়ে বেড়ে ওঠে। তো বন্ধুরা এই ছিল আজকে ঘাসফুলের ফটোগ্রাফি।



0
0
0.000
0 comments