My activities on Holy Friday
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের কাছে উপস্থাপনা করব পবিত্র জুম্মার দিনের কিছু অংশ।
প্রতিটা মুসলমানের জন্য পবিত্র জুম্মার দিন স্পেশাল এই দিনটা অনেকেই অনেক ভাবেই অতিবাহিত করে। জুম্মার দিনে স্পেশাল কিছু ইবাদাত রয়েছে যেটা আল্লাহ সুবাহানাতালা খুশি করার জন্য মূলত আমরা করে থাকি।
যেমন জুম্মার দিন ফরজের নামাজ আদায় করা তার পাশাপাশি নিজেদের কাজগুলো দ্রুত শেষ করে নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা। যাইহোক আজকে আমার এক বন্ধুর সাথে জুম্মার নামাজ আদায় করতে যাই আমার বন্ধু নতুন গাড়ি কিনেছে সেই গাড়িতে বসেই মূলত আমরা দুইজন নামাজে গিয়েছি। গাড়ির সামনে বসে একটি ছবি উঠেছিল।
এরপর মসজিদে গিয়ে প্রথমে এক গ্লাস ঠান্ডা শরবত খাই শরবত খেতে খেতে আযান দিয়ে দাও আযান দেওয়ার পর শরবত শেষ করে ওযু করে মসজিদে ঢুকে।
যখন খুতবা চলছিল তখন নিজের একটি সেলফিও চাই এবং যে ইমাম খুতবা পড়াছিলেন খুব মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনছিলাম খুতবার শেষ পর্যায়ে আমার ফোনের পিছন ক্যামেরা দিয়ে মসজিদের ভিতরের অংশে একটি ছবি উঠায়।
জুম্মার দিন প্রত্যেকটা মুসলমানি একই সাথে হয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আর এই কারণে ই জুম্মার দিনটা একটু স্পেশাল প্রায় প্রত্যেকটা মুসলিমই আজ মসজিদে উপস্থিত হয়েছে দেখতে কতদিনের সুন্দর লাগছে কানায় কানায় ভরে উঠেছে দেখতে কতই না সুন্দর লাগছে মনে হচ্ছে যেন মসজিদের প্রাণ ফিরে এসেছে। তো বন্ধুরা এই ছিল জুম্মার দিনের কিছু কার্যক্রম আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সমান মঙ্গল করুন।