Moss-rose purslane.

avatar

বিসমিল্লাহির রাহমানির রাহিম, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভরাত্রি, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে দারুন একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি।

ছবিগুলো আজ সকালে উঠানো এই জন্য এত সুন্দর দেখা যাচ্ছে এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Moss-rose purslane আর আমরা এই ফুলকে সবাই চিনে থাকি টাইম ফুল নামে কেননা এই ফুলগুলো প্রতিদিন সকালবেলা ফোটে।

একই রকম ফুল তবে ভিন্ন ভিন্ন কালার দেখতে কতই না সুন্দর লাগছে।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111
Date17/07/2025

যখন এই ফুল ফোটে তখন একসাথে অনেকগুলো ফুল ফুটে থাকে তাই এগুলোকে টাইম ফুল নামেই সবাই চিনে থাকে তবে এই ফুলগুলোর বিভিন্ন রকম কালার হয়ে থাকে এছাড়া অনেকেই আবার এই ফুলগুলোকে ছোট গোলাপ নামেও দেখে থাকেন কেননা গোলাপের পাপড়ির মত দেখতে প্রতিটা পাপড়ি।

সকাল দশটার দিকে ছবিগুলো উঠাইছি এই জন্য এত সুন্দর কিলিয়ার হয়েছে কেননা সকালের আলো ছবি তোলার জন্য পারফেক্ট থাকে আমি উপরে সবগুলো ছবি একসাথে শেয়ার করছে আপনারা অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমার উঠানো ছবিগুলো কেমন হয়েছে।

টাইম ফুল গাছ মূলত ছোট একটা কাপের ভেতরে দিলেই ঘাসের মতো এগুলো ছড়িয়ে যায় এবং হালকা যত্ন নিলে ই এই গাছ থেকে খুব সুন্দর ফুল পাওয়া যায় ছোট ছোট মাটি টপের ভিতরে ফুলগুলো রোপন করে যদি কোথাও টাঙিয়ে রাখা যায় তাহলে আরো বেশি সুন্দর লাগে এগুলো দেখতে।



0
0
0.000
0 comments