Moss-rose purslane.
![]() |
---|
ছবিগুলো আজ সকালে উঠানো এই জন্য এত সুন্দর দেখা যাচ্ছে এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Moss-rose purslane আর আমরা এই ফুলকে সবাই চিনে থাকি টাইম ফুল নামে কেননা এই ফুলগুলো প্রতিদিন সকালবেলা ফোটে।
একই রকম ফুল তবে ভিন্ন ভিন্ন কালার দেখতে কতই না সুন্দর লাগছে।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
Date | 17/07/2025 |
যখন এই ফুল ফোটে তখন একসাথে অনেকগুলো ফুল ফুটে থাকে তাই এগুলোকে টাইম ফুল নামেই সবাই চিনে থাকে তবে এই ফুলগুলোর বিভিন্ন রকম কালার হয়ে থাকে এছাড়া অনেকেই আবার এই ফুলগুলোকে ছোট গোলাপ নামেও দেখে থাকেন কেননা গোলাপের পাপড়ির মত দেখতে প্রতিটা পাপড়ি।
সকাল দশটার দিকে ছবিগুলো উঠাইছি এই জন্য এত সুন্দর কিলিয়ার হয়েছে কেননা সকালের আলো ছবি তোলার জন্য পারফেক্ট থাকে আমি উপরে সবগুলো ছবি একসাথে শেয়ার করছে আপনারা অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমার উঠানো ছবিগুলো কেমন হয়েছে।
টাইম ফুল গাছ মূলত ছোট একটা কাপের ভেতরে দিলেই ঘাসের মতো এগুলো ছড়িয়ে যায় এবং হালকা যত্ন নিলে ই এই গাছ থেকে খুব সুন্দর ফুল পাওয়া যায় ছোট ছোট মাটি টপের ভিতরে ফুলগুলো রোপন করে যদি কোথাও টাঙিয়ে রাখা যায় তাহলে আরো বেশি সুন্দর লাগে এগুলো দেখতে।