Game Pickleball

avatar
(Edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে উপস্থাপনা করব। Pickleball খেলার মাঠ ও কিছু দৃশ্য।

IMG-20250418-WA0010.jpg

Pickleball অনেকে হয়তোবা এই খেলা সম্পর্কে অনেক আগে থেকে জানেন তবে আমি এই খেলা এই সর্বপ্রথম করছি এর আগে কখনো এই খেলাটি করি নাই আমার কোম্পানির ইভেন্ট ছিল তাই খেলাটি করার সৌভাগ্য হয়েছে।

IMG_20250418_193127.jpg

IMG-20250418-WA0006.jpg

আন্তর্জাতিক মানের এই খেলাটি দূর থেকে মনে হয় খুবই সহজ তবে ছোট্ট একটি বল ছোট্ট একটি ব্যাট হাতে নিয়ে বল এবং ব্যাটে সংযোগ লাগানো অনেকটা কষ্টসাধ্যের বিষয়। যেহেতু আমি নতুন আজকে এই খেলাটি করছি তাই আমার কাছে মনে হয়েছে খুব কষ্টকর এই খেলাটি।

IMG-20250418-WA0008.jpg

IMG_20250418_193057.jpg

কথায় আছে যে যে কোন খেলা অথবা কাজ যদি না জানা থাকে তাহলে সেটা প্রথমত অনেক কষ্ট লাগে তারপর আস্তে আস্তে ওইটার প্রতি অভ্যস্ত হয়ে যায় তবে বন্ধুত্বের সাথে বিকালে খেলতে অনেকটাই মজাই লেগেছে খেলা দেখে সবগুলো আপনাদের কাছে ছবির মাধ্যমে প্রকাশ করছি আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

এখানকার কিছু কিছু ছবি হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া হয়েছে



0
0
0.000
0 comments