হঠাৎ বড় ধরনের দুর্ঘটনা।🥲

avatar

বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানা তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে উপস্থাপনা করব হঠাৎ ঘটে যাওয়া এসে দুর্ঘটনা এই ঘটনা কি ঘটছে আজ সকাল বেলা।

আজ সকালে যখন আমরা ডিউটিতে আসি তখন কোন কিছুই বুঝতে পারি নাই তবে ডিউটি চলাকালীন সময় হঠাৎ নজর গেল একটু দূরে তারপর ভালো করে খেয়াল করে দেখি যে আমরা যে রাস্তা দিয়ে আসি সে রাস্তার পাশে একটি কোম্পানির রয়েছে সেই কোম্পানিটির ভিতরে আগুন ধরে গিয়েছে।

আগুনের লেলিহান এত ছিল যে ধুমাই আকাশ একেবারে অন্ধকার হয়ে যাচ্ছিল আমি এটা আগে জানতাম না যে ধোঁয়া উপরে উঠলে সেটা আস্তে আস্তে সাদা হয়ে যায়। আজ প্রকাশ্য দিবালোকে সেগুলো দেখেছি এবং ছবি উঠিয়েছি এসে যাতে করে আপনারাও দেখতে পারেন।

পরবর্তীতে জানতে পারলাম যে ওই ওই কোম্পানিটা সম্পূর্ণ পড়ে নিঃস্ব হয়ে গিয়েছে হঠাৎ দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছে জানা গিয়েছে তবে মৃত্যুর ঘটনা ঘটে নাই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কোম্পানির ভিতরে দামী দামে অনেক মেশিন ছিল সেগুলো পুড়ে গিয়েছে। কথায় আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই কোম্পানিতে হাজার হাজার মানুষের কর্মস্থল ছিল দুর্ঘটনার কারণে অনেকেই চাকরি হারাবে এই কোম্পানিতে।

আমাদের কোম্পানিটা অনেক দূরে ছিল তাই আগুনের ছবি আমরা তুলতে পারি নাই দূর থেকে উঠে এসে শুধুমাত্র ধুমার কিছু ছবি । কোম্পানিতে ডিউটি করছিলাম এই জন্য আর ঘটনা স্থলে যাইতে পারি নাই তবে ফেসবুকে দেখেছি।

তো বন্ধুরা এই ছিল মালয়েশিয়ার একটি কোম্পানি পুড়ে যাওয়ার দুর্ঘটনা‌। সবার কাছে দোয়া ও প্রার্থনা চাই যাতে করে এই কোম্পানির ভিতরে যারা কর্মরত ছিল তারা সুস্থ এবং সচ্ছলভাবে আমার আগামী দিনগুলো চলতে পারে।



0
0
0.000
0 comments