ইফতার পার্টির আয়োজন।

avatar

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব ইফতার পার্টি কিছু খাবারে সম্পর্কে।

IMG_20250420_185929.jpg

মুসলিমদের জন্য রোজা ফরজ একটি বিধান আর এই রোজা পালন করা হয় সুভেসাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রাতের শেষ অংশে খাওয়া দাওয়া করার পর আর সারাদিন না খেয়ে থাকতে হয় আর এর মধ্য দিয়ে এবাদত বন্দেগী করতে হয় তার পাশাপাশি অশ্লীল সকল কাজ থেকে বিরত থাকতে হয়। তারপরেই রোজা পালন হয় যেহেতু সারাদিন না খাওয়া তাই সন্ধ্যার সময় একটু স্পেশাল করেই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে।

IMG_20250420_185940.jpg বেগুনের চপ

গত শনিবার ছিল সুন্নত রোজা রাখার শেষ দিন তাই আমিও আমার বন্ধুরা মিলে এই খাবারগুলোর আয়োজন করেছি প্রথমে আমি বেগুনের চাপ বানিয়েছি তারপর আমার আরেকটা বন্ধু খিচুড়ি বানিয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমনি খেতে অনেক স্বাদ হয়েছিল।
IMG_20250420_185935.jpg দুই রকম ফল তরমুজ ও আম

এর পাশাপাশি তরমুজ ও আম কাটছে তরমুজটা টকটকে লাল ছিল এবং আমের স্বাদ ও খুবই ভালো ছিল যাই হোক ইফতারের আগে করার পর আমরা সবাই গোলটেবিলে বসে একসাথে ইফতার করেছি।

IMG_20250420_185945.jpg সুস্বাদু খিচুড়ি

আলহামদুলিল্লাহ এই বছরে শেষ ছয়টা রোজা পালন করতে পেরেছি এবং খুব ভালোভাবেই দিনগুলো অতিবাহিত হয়েছে দিনশেষে সবাইকে একদিন আল্লাহ সুবাহানাহু তায়ালার কাছে চলে যেতে হবে তাই যতটুকু সম্ভব আমরা সবাই এবাদত বন্দেগী করার চেষ্টা করি।

যাইহোক সবগুলো খাবার রেডি করেই মূলত আমি ছবিগুলো উঠেছি তো বন্ধুরা এই ছিল ইফতার করার সুন্দর কিছু মুহূর্ত।



0
0
0.000
0 comments