Some memories come back on Sunday.

avatar
(Edited)

বিসমিল্লাহির রহমানির রহিম,
প্রিয় বন্ধুরা,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব ছুটির দিন ঘুরতে যাওয়ার কিছু স্মৃতি।

IMG_20250413_142445.jpg

গতকালকে আমি শেয়ার করছিলাম গত রবিবার ছুটির দিন ঘুরতে গিয়েছিলাম তার কিছু অংশ আর সেই প্রেক্ষিতেই স্মৃতির দ্বিতীয় অধ্যায় আপনাদের মাঝে উপস্থাপনা করছি আমার কথা না ছবির পিছনে হাতে অঙ্কন করা খুব সুন্দর একটি সিনারি দেখতে অসম্ভব সুন্দর।
IMG_20250413_142426.jpg

IMG_20250413_142424.jpg
এটা হল মালয়েশিয়ার কলালামপুর সেন্টার এখানে সমস্ত ট্রেন এসে উপস্থিত হয় আর এখান থেকেই মালয়েশিয়ার বিভিন্ন স্থানে যাওয়া যায়। ভ্রমণ দর্শনার্থীর জন্য খুব ভাল সিনারি তারা পেন্টিং করে রেখেছেন বিভিন্ন দেয়াল।
IMG_20250413_142427.jpg

IMG_20250413_142429.jpg
আমি যেখান থেকে ছবিটা তুলছি ঠিক তার পিছনে একটি পাখি তার পাশেই আঁকা হয়েছে দোলনায় দোল খাচ্ছে একটি শিশু। এখানে প্রকৃতির একটি দৃশ্য তুলে ধরা হয়েছে যেমনটা গ্রাম অঞ্চলে দেখা যায়।

IMG_20250413_142435.jpg

IMG_20250413_142441.jpg
যাই হোক রবিবারের দিন অনেকে ঘোরাঘুরি করে তারপর বাসায় এসেছে তো বন্ধুরা আপনারা চাইলেই খুব সহজে এখানে ঘুরতে যেতে পারেন এবং বিভিন্ন সিনারি উপভোগ করতে পারেন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।



0
0
0.000
0 comments