পুরনো কিছু স্মৃতি

avatar

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে শেয়ার করব কিছুদিন আগে ঘুরতে যাওয়ার পুরাতন কিছু স্মৃতি।

IMG_20250413_142218.jpg

মন ভালো রাখতে মাঝেমধ্য ঘুরতে বের হন বাসা থেকে তাহলেই মনে অন্যরকম আনন্দ উদযাপন করতে পারবেন।

আমার মত কার কার ঘুরতে যেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার ঘরে বসে থাকতে একটুও ভালো লাগেনা ছুটি পেলে ই মনে হয় যে একটু বাইরে থেকে ঘুরে আসি তাই গত সপ্তাহে আমার বন্ধুরা মিলে গিয়েছিলাম মালয়েশিয়ার সেন্টারে আমাদের বাসা থেকে প্রায় ২০ কিলোমিটার দূর এই জায়গাটা।
IMG_20250413_142222.jpg

IMG_20250413_142220.jpg
অসম্ভব সুন্দর পরিবেশ ট্রেনে যেতে আমাদের এক ঘন্টা ২০ মিনিট সময় লাগে মালয়েশিয়ার ট্রেন যাত্রা অসম্ভব সুন্দর এসি রুমের ভিতর ঘুমিয়ে ঘুমিয়ে ভ্রমন করা যায় যাই হোক সেখানে পৌঁছে কিছু সময় ঘোরাঘুরি করি তারপর স্টাইলিশ করে কয়েকটা ছবি উঠায়।
IMG_20250413_142216.jpg

IMG_20250413_141913.jpg
আমার এক নেপালি বন্ধু সে ছবি উঠাতে সাহায্য করেছিল খুব সুন্দরভাবেই আমার ছবিগুলো সে ক্যান্সার করছে আমি দেখে তো অবাক হয়ে গেছি এত সুন্দর ছবি উঠেছে এগুলো সে বিভিন্ন স্টাইলে ছবিগুলো চেষ্টা করেছে।
IMG_20250413_141908.jpg

IMG_20250413_141901.jpg

আপনার যারা মালয়েশিয়াতে আছেন তারা এই জায়গাটি ঘুরে আসতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক পুরনো স্মৃতি তবে আজকের মত এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।



0
0
0.000
0 comments