Village boys playing football | গ্রামের ছেলেদের ফুটবল খেলা

"Bismillahir Rahmanir Rahim"
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

Hello friends how are you all? Hope everyone is doing well by the grace of Allah. Alhamdulillah I am also fine with your prayers and the infinite mercy of Allah Taala Alhamdulillah.

image.png

Friends, today I want to share with you some pictures and a video footage of small boys in our area playing football in light rain. Hope you like this photo and video.

image.png

These photos and videos may remind you of your childhood. Just like that, we used to play football as children and used to jump. After conceding a goal, I used to throw myself on the ground. I used to smear mud all over my body and go to the pond to bathe.

image.png

In fact, these days are now disappearing. Boys in the village still get a good sports environment and play sports but boys in all areas of the city can't play sports.

image.png

In fact, there are no sports fields in the village houses, but even if there is no field, if the fields of those who have lost land are cleared, when the season is over, then the land is completely empty and children can play sports there. Therefore, even if they do not have a field, there is no shortage of sports facilities.

image.png

Another thing, if it is not a sport, I left it out. Look at the environment of these pictures. Tell me how the light cloud scene looks like in the sky surrounded by greenery. The joy of growing up in such an environment is different. Which is a dream environment for city boys.

image.png

Let me say something personal when it comes to the environment. My son is 18 months old he went to chittagong city with his mother after going there my son is always sick sick sick one disease is cured then another one comes again they are in Chittagong for two to three months now the sickness is still not gone but when he was in the village he had no sickness. was not I asked his mother why she says that the water here is different, the air here is different, the heat here is too much, if there is too much current, you can't stay at home.

image.png

I told him to think about the peace of a place and he replied that living in a village is very similar to living in heaven. I asked him again why are you saying that and he said that the current is running every hour if it was in the village we could sit outside and get air because there are enough trees in the village to sit in the shade.

image.png

There was no need to worry about water, even if there was no electricity, there was water in canals and rivers. But if there is no current in the city, there is no drink because panito is made with current peas. There are many other things he tells me which may not come to my mind at the moment, but in the end it is clear that living in the village is more advantageous than in the city.

image.png


So friends till today I hope you will like today's pictures.

So before going, I want to say one thing, plant trees, save the environment. God bless you


"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তায়ালার রহমতে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ তায়ালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
image.png
বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমাদের এলাকার ছোট ছোট ছেলেরা হালকা হালকা বৃষ্টিতে ফুটবল খেলছে তার কিছু ছবি এবং একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি আপনাদের এই ফটো এবং ভিডিওটি খুব ভালো লাগবে।
image.png
এই ফটোগুলো এবং ভিডিওটা দেখে আপনার হয়তোবা ছোটবেলার কথা মনে পড়ে যাবে। ঠিক এমন ভাবেই আমরাও ছোটবেলায় ফুটবল খেলতাম লাফালাফি করতাম। একটি গোল দেওয়ার পরে ডিগবাজি খেতাম মাটিতে লুটিয়ে পড়তাম। সারা শরীরে মাটি মেখে পুকুরে যেতাম গোসল করতে।
image.png
আসলে এই দিনগুলো এখন হারিয়ে যাচ্ছে। গ্রামের ছেলেরা তো এখনো মোটামুটি খেলাধুলার পরিবেশ পায় এবং খেলাধুলা করে কিন্তু শহরের সব এলাকার ছেলেরা খেলাধুলা করতে পারে না কি করে করবে তাদের যে খেলাধুলা করার মাঠ নেই।
image.png

আসলে গ্রামের বাড়িতেও তেমন খেলাধুলার মাঠ নেই কিন্তু মাঠ না থাকলেও ক্ষতি জমি যেগুলা থাকে সেগুলোর ক্ষেত উঠে গেলে সিজন শেষ হয়ে গেলে তখন তো জমিনটা পুরা ফাঁকাই থাকে সেখানে ছেলেপেলে খেলাধুলা দিব্যি করে নিতে পারে। তাই তাদের মাঠঘাট না থাকলেও খেলাধুলার জায়গার অভাব হয় না।

image.png

আরেকটি কথা খেলাধুলা না হয় বাদই দিলাম এই ছবিগুলোর পরিবেশটা দেখুন চারিদিকটা সবুজে ঘেরা আকাশে হালকা মেঘ দৃশ্যটা কেমন লাগছে দেখতে বলুন তো। এমন একটা পরিবেশে বেড়ে ওঠার আনন্দই অন্যরকম। যা শহরের ছেলেদের জন্য স্বপ্নের মত এমন পরিবেশ পাওয়া।

image.png

যখন পরিবেশের কথা আসলো আমার নিজের কিছু ব্যক্তিগত কথা বলি। আমার ছেলে বয়স ১৮ মাস সে তার মায়ের সাথে চট্টগ্রাম শহরে বেড়াতে গিয়েছে সেখানে যাওয়ার পর আমার ছেলেটার প্রতি নিয়ত অসুখ অসুখ অসুখ একটা অসুখ সুস্থ হলে আবার আর একটা হয় তারা দুই থেকে তিন মাস এখন চিটাগাং এ আছে অসুস্থতা এখনো ছাড়েনি অথচ যখন গ্রামে ছিল তার কোন অসুখী ছিল না। আমি তার মাকে জিজ্ঞেস করলাম এমনটা কেন বলতেছে এখানকার পানি আলাদা এখানকার হাওয়া বাতাস আলাদা এখানকার গরম অনেক বেশি কারেন্ট গেলে তো বাসায় বসে থাকা যায় না।

image.png

তোমায় বললাম তাকে এবার চিন্তা করে দেখো কোন জায়গাটায় থাকা শান্তি তখন সে আমাকে উত্তরে বলল গ্রামে থাকা আর বেহেস্তে থাকা অনেকটাই সমতুল্য। আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম কেন এমন কথা তুমি বলছো ও বলল এই যে ধরেন কারেন্ট চলে প্রতি ঘন্টায় ঘন্টায় এটা যদি গ্রামে হত আমরা বাইরে বসে থাকতে পারতাম বাতাস পেতাম কারণ গ্রামে পর্যাপ্ত গাছপালা আছে তা ছায়ায় বসে থাকতে পারতাম।

image.png

পানির জন্য চিন্তা করতে হতো না কারেন্ট না থাকলেও পানি থাকতো খাল বিলে নদীতে। কিন্তু শহরে কারেন্ট না থাকলে পানীয় থাকে না কারণ পানিতো কারেন্টের মটর দিয়ে তোলা হয়। আরো অনেক কথা সে আমাকে বলে যা এই মুহূর্তে হয়তোবা আমার মনে আসতেছে না যাই হোক পরিশেষে বোঝা যায় শহরের তুলনায় গ্রামে বসবাসের সুবিধা অনেক।

image.png


তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি আজকের ছবিগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

তো যাওয়ার আগে একটি কথা বলতে চাই গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহাফেজ।




0
0
0.000
0 comments