Childhood memories came to mind today
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu. Hope you all are well by the grace of Allah. Alhamdulillah I am also very well with your prayers and the mercy of Allah Ta'ala.
Hello friends, it was raining lightly since this morning and two boys were playing football in a place near my house. Watching their football game reminded me of my childhood memories. We used to play like that once when it rained, we would go out to the field with the football.
![]() |
![]() |
How many times we used to do in childhood on this rainy day, if there was a little wind, I would run to the garden to pick mangoes under the mango tree and eat them. Those days were very fun.
Today's boys can't enjoy those joys at all like we used to enjoy those days I don't know why those moods are lost because everyone is trapped in a mobile phone. Earlier we used to go out with football on the field when it rained and now boys and girls sit at home on their mobiles whether it rains or shines.
![]() |
![]() |

Let us all create a place for sports for our next generation. Sports is such a thing. People who do not play sports do not have good physical health and mental development. Can't we make it a sport worthy place without taking away my card?
So friends till today I hope you all like today's post.
Before I end, if you have elderly parents in your house, give them some love and care.

Thank you very much for reading my post.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ তায়ালার রহমতে বেশ ভালই আছি।
হ্যালো বন্ধুরা, আজ সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তার মধ্যে আমার ঘরের পাশে একটি জায়গায় দুইটা ছেলে ফুটবল খেলছিল। তাদের ফুটবল খেলা দেখে আমার সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আমরাও একটা সময় এমন করেই খেলতাম একটু বৃষ্টি হলেই ফুটবল নিয়ে মাঠে বেরিয়ে যেতাম।
বন্ধুরা সব মিলে ফুটবল খেলতাম হইহুলা করতাম। মাঠে পানি জমা থাকতো তা নিয়ে খেলতাম দৌড়ে এসে লাফ দিতাম ও কি সেই দিনগুলো। জানি কখনো সেই দিনগুলো ফিরে আসবে না তবু স্মৃতি নিয়ে তো বেঁচে থাকা যায়। মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার ইচ্ছা গুলোও পরিবর্তন হতে থাকে।
![]() |
![]() |
বর্তমান ছেলেরা সেইসব আনন্দগুলো মোটেও উপভোগ করতে পারে না যেমন উপভোগ আমরা করেছিলাম এখনকার সেই দিনের ওই আমেজ গুলো কেন জানি হারিয়ে গেছে সবাই একটি মোবাইল ফোনের মধ্যে বন্দী হয়ে আছে। আগে আমরা বৃষ্টি হলেই ফুটবল নিয়ে বেরিয়ে যেতাম মাঠে আর এখনকার ছেলে মেয়ে বৃষ্টি হোক আর রোদ হোক ঘরেই বসে থাকে মোবাইলে।
![]() |
![]() |
![]() |
![]() |
আসুন আমরা সবাই মিলে আমাদের নেক্সট প্রজন্মের জন্য খেলাধুলার একটি জায়গা সৃষ্টি করি খেলাধুলা এমন একটা জিনিস। যারা খেলাধুলা করেনা তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে না এবং মানসিক বিকাশ ঘটে না। আমরা কি পারি না আমার কার্ড দখল না করে তা খেলাধুলার উপযুক্ত একটি স্থান করে রাখতে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি আপনাদের সবার কাছে আজকের এই পোস্টটি ভালো লেগেছে।
শেষ করার আগে একটি কথা বলতে চাই আপনার ঘরে যদি বৃদ্ধ বাবা-মা থাকে তাকে একটু ভালোবাসা আর একটু যত্ন নিবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য।

At present, many children in our country are deprived of playing because of the lack of playgrounds. Moreover, he is away from the game due to being addicted to mobile. I also played a lot of sports when I was younger which is now just a memory.
At present, many children in our country are deprived of playing because of the lack of playgrounds. Moreover, they are away from the game due to being addicted to mobile. I also played a lot of sports when I was younger which is now just a memory.