রাতের আঁধার ভাবনাগুলোকে উস্কে দেয়।
বন্ধুরা,
আমি জানিনা আপনাদের মধ্যে কতজন অনেক রাত অবদি জাগার দলে পড়েন।
তবে আমি কিন্তু অনেক রাত পর্যন্ত জাগি। না কোনো বিশেষ প্রয়োজন এ নয়, সারাদিন এর কাজের শেষে সব ভাবনার ভীড় করে তাই সহজে ঘুম আসতে চায় না।
সঠিক বলা মুশকিল ভাবনাগুলো কোন বিষয়, একবার সন্তান, একবার বয়স্ক বাবা, একবার নিজের পরের জীবন এমন অনেককিছুই আছে।
সারাদিনে নানা কাজের চাপ এ ভাবনা গুলো সুপ্ত অবস্থাতে থাকে, নিঃশব্দ রাত এ তারা ফিরে আসে।
মানুষের জীবন কত অদ্ভুত তাই না, কর্তব্যের আড়ালে নিজের জীবন নিয়ে ভাবার সময় থাকে না, আবার যখন সেই সময় টা আসে তখন জীবনের সবচাইতে মূল্যবান সময় টা পার হয়ে গেছে সেটা উপলব্ধি হয়।
একজন বাবা হিসেবে যতটা সম্ভব ছিল কর্তব্য করে চলেছি, কিন্তু আর সব বাবার মতোই একটা সুনিশ্চিত ভবিষ্যৎ আমিও আমার সন্তানকে দিয়ে যেতে চাই।
জানিনা আগামীতে কি বা কতটা করে যেতে পারবো।
আসলে অনেক কিছুই আমাদের হাতে থাকে না।
আমিও তাই এই অর্ধ রজনীতে বসে নিজের ভবনগুলোর সাথে লড়াই করে সমাধান খোঁজার চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত।
সবার জীবনেই কিছু না কিছু সংঘর্ষ থাকে, তাই সেটা নিয়ে চলার নাম ই বোধ হয় জীবন।
আজ আসি, ভালো থাকবেন সবাই।
Congratulations @kent0601! You received a personal badge!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
Congratulations @kent0601! You received a personal badge!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
Congratulations @kent0601! You received a personal badge!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking