বাইপাস রাস্তায় ঘুরাঘুরি ও কিছু ফটোগ্রাফি করলাম ।

avatar
(Edited)

প্রিয় কমিউনিটির সদস্যবৃন্ধ , সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজকে আমাদের বাড়ির পাশে বিলের মধ্য দিয়ে নতুন বাইপাস এ হাটাহাটি করতে গিয়েছিলাম বিকেলে। তখন আমি কিছু ছবি ধারণ করি আমার ফোন ক্যামেরায়, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

IMG_20250807_171109.jpg

যেহেতু একেবারে বিলের মধ্যখান দিয়ে বাইপাস রাস্তা গিয়েছে তাই এর পাশে ব্লক দিয়ে বাধাই করে দিয়েছে যেন পানির ঢেউয়ে রাস্তার কোনো ক্ষতি না হয়। হেটে যাওয়ার সময় আমার চোখ পড়লো কিছু ব্লকের উপরে শুকনো নষ্ট ধান পড়ে আছে আর তার উপরে কিছু ছত্রাক হয়ে আছে। আমি সেগুলোর ছবি তুলার লোভ সামলাতে পারলাম না,মূহুর্তেই মোবাইল বের করে কিছু ছবি তুললাম। ছবি গুলোর কিছু ছবি প্রো ক্যামেরায় তুলেছি আর কিছু ছবি তুলেছি সাধারণ ক্যামেরায়।


IMG_20250807_171017.jpg

IMG_20250807_171137.jpg

IMG_20250807_171229.jpg

IMG_20250807_171149.jpg

IMG_20250807_171133.jpg

IMG_20250807_171226.jpg


ছত্রাকের ছবি তুলার পর আমি বিল দেখায় মনোযোগী হলাম। এখন শ্রাবণ মাস,আজকে ২৩ শ্রাবণ। শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হয়, গত চার পাঁচদিন টানা বৃষ্টি হবার পর আজকেই বৃষ্টি হয়নি, কিন্তু রোদও উঠেনি। এই টানা বৃষ্টিতে বিলে অনেক পানি হয়েছে,অনেকেই জাল পেতেছে মাছ ধরার জন্য, তারা নৌকায় করে জাল গুলো বিলে পেতে দেয়, আবার নৌকা করেই জাল গুলো উঠায়ে আনে।

IMG_20250807_171957.jpg

এবার বিলে ঘন ঘন পানি আসছে, আমাদের বিল খুব একটা বড় না, কিন্তু আমাদের এতেই অনেক ভালো লাগে। মানুষ যায় টাঙ্গুয়ার হাওর দেখতে আর আমার আমাদের বিল দেখলেই আনন্দ হয়।

IMG_20250807_171442.jpg

আমাদের বিলের চারদিকেই বাড়িঘর আছে, রাস্তা শুধু এক পাশে ছিল, এখন নতুন বাইপাস একেবারে বিলের মাঝখান দিয়ে গিয়েছে, এতে আমাদের জীবনের যোগাযোগ মাত্রা সহজ হলেও বিলের বেশ ক্ষতি হয়েছে, এখন আগের মতো মাছ পাওয়া যায় না,অল্প বৃষ্টি হলেই পানি জমে ফসল নষ্ট করে দিচ্ছে।

IMG_20250807_170844.jpg

এটি একটি কচুরিপানার ছবি, আমি রাস্তার সিড়িতে বসেছিলাম,তখন মন বললো কিছু ছবি তুলা যাক, অন্তত আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাবে।

IMG_20250807_170742.jpg

IMG_20250807_170728.jpg

কচুরিপানার উপরে বসে আছে ছোট শামুক।

IMG_20250807_170644.jpg

IMG_20250807_170525.jpg

এখানে মনে হচ্ছে শামুক গুলো বিশ্রাম নিচ্ছে।

IMG_20250807_170459.jpg

IMG_20250807_170135.jpg

এখানে একটি শ্যামা পাখি একা বসে আছে, আমার মনে হলো আমি যেমন একা একা বাইপাস দেখতে এসেছি,পাখিটিও এসেছে। পাখিটিও কি আমার মতো একা ঘুরতে ভালোবাসে? আমি একা ঘুরতে পছন্দ করি কারণ একা থাকলে সিদ্ধান্ত নেওয়া যায় স্বাধীন মতো, কেউ থাকে না বাধা দেবার। কেমন সিদ্ধান্ত? আমি যখন মন চায় ফিরে যেতে পারবো, যদি সাথে কেউ থাকতো তাহলে হয়তো সে একটু পরেই বলতো চলো বাড়ি চলে যাই, এতে হয়তো আমিও চলে যেতাম এই সুন্দর দৃশ্য রেখে।

IMG_20250807_170042.jpg

IMG_20250807_170039.jpg

এখানে কিছু হাস খেলা করছে দেখা যাচ্ছে, এগুলো পাশের বাড়ির পোষা হাস। সারাদিন এখানেই থাকে।

IMG_20250807_165831.jpg

এই ছবিটিতে দেখতে পাচ্ছি বিলের বুক চিরে চলে গেছে বাইপাস রাস্তাটি। বিলের মাঝে হওয়ায় এখানে সব সময় ঠান্ডা বাতাস থাকে। তাই হয়তো গরমে মানুষ এখানে আসে বিকেল বেলার ঠান্ডা বাতাস উপভোগ করতে।

IMG_20250807_165819.jpg

IMG_20250807_165554.jpg

IMG_20250807_165500.jpg

IMG_20250807_165116.jpg

IMG_20250807_164955.jpg

IMG_20250807_164400.jpg


CategoryName
TypePhone Photography
DeviceVivo Y17s
LocationNetrokona , Bangladesh
Google Maphttps://maps.app.goo.gl/42Tex3FfuzgfBKzGA
Latitude24.9035562
Longitude90.7088405
Photographer & Copyright Owner@junaidahmed


0
0
0.000
2 comments
avatar

Congratulations @junaidahmed! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You distributed more than 100 upvotes.
Your next target is to reach 200 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

0
0
0.000