When Nature Speaks || Photography.
প্রকৃতি এক অপরুপ জায়গা যেখানে প্রতি মুহুর্তেই নতুন কিছুর দেখা পাওয়া যায়। প্রকৃতির সুন্দোর্যে মুগ্ধ হয়ে কবিরা লিখে গেছে হাজারো কবিতা।
আমিও একজন প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতির মাঝে ডুবে থাকতে খুব ভালো লাগে। লক্ষ লক্ষ মানু্ষের ভিড়ের চাইতে সবুজ গাছটার নিস্তব্ধতা আমার প্রিয়। তাইতো নানা সময়ে ছুটে গিয়েছিলাম প্রকৃতির কাছে।
নিজের মোবাইলটা হারিয়েছি আজ সহ তিন দিন। প্রয়োজনীয় সব মেইল রিকোভার করে গুগল ফটোসে ঢুকতেই সামনে স্মৃতিময় দিনগুলো। হারানো ফোনটা দিয়ে ফ্রেমবন্দী করে রেখেছিলাম প্রকৃতির অপরূপ সুন্দর মূহুর্তগুলোকে। প্রিয় ফোনটা না থাকলেও ছবিগুলোর সাথে রয়ে গেছে স্মৃতিগুলো।
এই ছবিগুলো আমার প্রিয় গ্রামটার। বিকেলে হাটতে বেড়িয়েছিলাম বন্ধুদের নিয়। বিকেলের আকাশটায় মুগ্ধ হয়ে তা ক্যামেরাবন্দি করে রাখা।
রাতের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই গাছটার সুন্দর্যে মুগ্ধ হয়ে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম
দীর্ঘ তিনমাস কৃষকে অক্লান্ত পরিশ্রমের ফসল এই পাকা ধান। বছরে এই একটা বার কৃষক পাকা ধান নিয়ে উৎসবে মেতে উঠে। সবাই ব্যস্ত হয়ে পরে পাকা ধানকে ঘরে তুলতে।
সেন্টমার্টিন ভ্রমন শেষে ফেরার মুহূর্তে নদী পাহাড আর সূর্যকে একসাথে ক্যামেরাবন্দি করা।