শখের বাজার !!
বাংলাদেশে ভমনপিপাসুদের প্রাণকেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত। প্রতিবছর হাজারো ভ্রমণপিপাসু পর্যটকেরা কক্সবাজারে ভিড় জমায় সমুদ্রের সৌন্দর্য করতে। কেই পরিবারকে সঙ্গে নিয়ে, কেউবা নিজের বন্ধু-বান্ধব আর কলিকদের নিয়ে ছুটে আসে পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকতে।
কক্সবাজারে সমুদ্রে সময় কাটানোর পাশাপাশি ভ্রমনের সময়টাকে স্মরনিয় করে রাখতে আগ্রহের কমতি নেই পর্যটকদের। তাইতো এখানে এলেই হরেক রকমের কেনাকাটায় ব্যাস্ত হয়ে পরে সবাই ৷ প্রিয় মানুষদের জন্য উপহারস্বরূপ সমুদ্রের পাথর আর সামুকের তৈরি উপকরণগুলোতেই মনযোগ থাকে সবার৷ পাশাপাশি দেশি বিদেশী আচার এবং চকলেটেরও জনপ্রিয়তা কম নয়!
কক্সবাজারে আচারের এবং চকলেটের জন্য বেশ পরিচিত বার্মিজ মার্কেট। সী পয়েন্ট থেকে এর অবস্থান কিছুটা দুরে হলেও প্রায় সবকিছুই পাওয়া যায় এখানে। আজকে ছবি মাধ্যমেই তুলে ধরা যাক কি কি কিনতে পাওয়া যায় এখানে।