বছরের প্রথম দিনে!
(Edited)
বছরের প্রথম দিনটাকে রঙিন করার সামান্যতম চেষ্টা। বেসরকারি চাকরিজীবীদের জীবনটাকে উপভোগ করার সুযোগটা অনেকাংশেই কম। এই জায়গাতে ছুটি হলো সোনার হরিন। ৩৬৫ দিন দিন গাধার মতো খাটতে পারলেই আপনি বছরের সেরা কর্মী 😃
যাইহোক বছরের প্রথম দিনেই প্রতিদিনের মতো অফিসে ছুটে যাওয়া। হাজারো মেইলের মাঝে নিজেকে খুজে পাওয়ার চেষ্টা। কিন্তু এতো সহজে কি আর খুজে পাওয়া যায়!
ব্যস্ততার মধ্য দিয়েই শেষ দিনের অর্ধেক অংশ। বছরের প্রথম দিন হওয়াতে আজ হাফ বেলা অফিস করেই ছুটির ঘন্টা। দিনের বাকি সময়টাকে সুন্দর করতে ছুটে যাওয়া সেই নদীর তীরে। যেই নদীর তীর ঘেসে গড়ে ঊঠেছে নারায়ণগঞ্জ শহর।
0
0
0.000
0 comments