Tecoma Stans flowr চন্দ্রপ্রভা
চন্দ্রপ্রভা
হলদে চন্দ্রপ্রভা বা সোনাপাতি (বৈজ্ঞানিক নাম: Tecoma stans) (ইংরেজি: Yellow bells, Yellow trumpet বা Yellow-Elder) হচ্ছে বিগ্নোনিয়াসি পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ । বর্ষাকালে বসানোর জন্য একটি আদর্শ গাছ হল এই চন্দ্রপ্রভা বা টেকোমা চন্দ্রপ্রভা, ফুল দেখতে ফানেল (চুঙ্গি) বা ঘণ্টা আকৃতির। এটি ৩-৪ সেমি পর্যন্ত চওড়া হয়ে থাকে। এর পাতা যৌগিক, আট থেকে পনেরো সেমি পর্যন্ত লম্বা হয়ে থাকে। ফুল বড় বড় থোকায় ঘনসন্নিবিষ্ট হয়ে থাকে ।
0
0
0.000
0 comments